তজুমদ্দিনে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা পরিষদের গাছ বিক্রির অভিযোগ

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা পরিষদের গাছ বিক্রির অভিযোগ
রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯


তজুমদ্দিনে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা পরিষদের গাছ বিক্রির অভিযোগ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা পরিষদের ৬টি গাছ বিক্রির অভিযোগ ওঠেছে। স্থানীয় কাঠ বেপারীরা তড়িঘড়ি বিক্রিত গাছগুলো ইতোমধ্যে কেটে করাত কলে নিয়ে গেছেন।
সুত্র মতে জানা গেছে, উপজেলা পরিষদের অনুমোদন ছাড়াই পরিষদ চত্তরের কৃষি অফিস এলাকার মেহগনি রেইনট্রিসহ ছোট বড় ৬টি কাঠ গাছ বিক্রি করেছেন কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদার। রবিবার দুপুরে কেটে নেয়া গাছ ৬টি কতটাকা বিক্রি করেছেন তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। কাঠ বেপারী আবু তাহের জানান, কৃষি অফিসের লোকদের কাছ থেকে ৬টি গাছ কিনে তা কেটে নিয়ে উত্তর বাজার তাদের করাত কলে রেখেছেন।
উপজেলা বিটের বন কর্মকর্তা খন্দকার আরিফুল হক জানান, বন বিভাগের কাছে উপজেলা পরিষদের নতুন কৃষি ভবন প্রাঙ্গনে গাছ নিলাম বা বিক্রি করতে মূল্যনির্ধানের জন্য কোন আবেদন বা আদেশ আমরা পাইনি। কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদারের কাছে গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে বলেন, অফিসের কাজে গাছগুলো কাটা হয়েছে। আগামী মাসিক সভায় এ বিষয়ে অবহিত করা হবে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল জানান, পরিষদের গাছ বিক্রির ব্যাপারে কোন আলোচনা হয়নি। কেউ তাকে অবহিত করেন নি। তবে এ ব্যাপরে কার্যদিবসে কৃষি কর্মকর্তা কে তলব করবেন বলে জানান।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৩ ● ৪১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ