পিআইবিতে পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্টদের প্রশিক্ষন সম্পন্ন

প্রথম পাতা » গণমাধ্যম » পিআইবিতে পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্টদের প্রশিক্ষন সম্পন্ন
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯


পিআইবিতে পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্টদের প্রশিক্ষন সম্পন্ন

পটুয়াখালী সারকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সদস্য জন্য আয়োজিত কর্মরত সাংবাদিকদের তিনদিন ব্যাপী কর্মশালা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সোমবার (৪ নভেম্বর) শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে তথ্য সচিব আ: মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে  সনদ বিতরণ করেন।

এসময় তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার দক্ষিনাঞ্চলের উন্নয়নে যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করছে তা আপনাদের লেখনির মাধ্যমে জাতির কাছে তুলে ধরবেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহব্বান জানান।

প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক মো: জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক সাবান মাহমুদ, জুলফিকার আহম্মেদ মানিক  সহ পিআইবির কর্মকর্তারা।

প্রশিক্ষণে ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী রিপোটিং, ক্যামেরার ব্যাবহার, পিটিসি, সরাসরি সম্প্রচার ও ডেটা সাংবাদিকতার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৩৩ ● ৪৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ