দেশকে এগিয়ে নিতে হলে নির্বাচনের বিকল্প নেই-স্নেহাংশু সরকার কুট্টি

হোম পেজ » পটুয়াখালী » দেশকে এগিয়ে নিতে হলে নির্বাচনের বিকল্প নেই-স্নেহাংশু সরকার কুট্টি
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


দেশকে এগিয়ে নিতে হলে নির্বাচনের বিকল্প নেই-স্নেহাংশু সরকার কুট্টি

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

দেশকে এগিয়ে নিতে হলে সুষ্ঠু নির্বাচন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, “দেশকে গঠন করতে হলে নির্বাচন অপরিহার্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আন্দোলন-সংগ্রাম একসাথে করলেও কেউ যদি বলে এখন নির্বাচন নয়-তা হতে পারে না। নির্বাচন না হলে দেশ এগোবে না, বিদেশি বিনিয়োগ ও সহায়তাও বন্ধ হয়ে যাবে।

রবিবার (২০ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, ঈমাম হোসেন নাসির, দেলোয়ার হোসেন নান্নু, বশির আহমেদ মৃধা, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নুসহ অন্য নেতৃবৃন্দ।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কুট্টি সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এসময় দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩৪ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ