কলাপাড়ার আলীপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোম পেজ » কুয়াকাটা » কলাপাড়ার আলীপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ার আলীপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী কলাপাড়ার আলীপুরে ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আলীপুর বিএফডিসি মার্কেটের হলরুমে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লী সুলতান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত খান এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফ।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বাজারের ময়লা ফেলার নির্দিষ্ট স্থান, ময়লা ফেলার ডাস্টবিন, সিসি ক্যামেরা স্থাপন, স্ট্রিটলাইট, অটো ও ভ্যান রাখার নির্দিষ্ট জায়গা, মশা নিধন মেশিন, ড্রেন পরিষ্কারের সরঞ্জাম, মুদি দোকানগুলোর সামনে থাকা ডিজেলের ড্রাম অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা এবং রাতে বাজারে পুলিশি টহল বসানোর দাবি তুলে ধরেন।
প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের সব দাবি গুরুত্বের সঙ্গে শোনেন। প্রধান অতিথি ইউএনও কাউছার হামিদ সকলের সহযোগিতায় দাবি পূরণের আশ্বাস দেন। পরে তিনি বাজারের সমস্যা-সংক্রান্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।


এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪০:২৯ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ