দুমকিতে অটোবাইক উল্টে অজ্ঞাত যুবক নিহত

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে অটোবাইক উল্টে অজ্ঞাত যুবক নিহত
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


দুমকিতে অটোবাইক উল্টে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় দুমকি উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সোলায়মান জানান, সন্ধ্যা ৭টার দিকে তিনজন যাত্রী নিয়ে একটি অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিভরা খাতে উল্টে পড়ে। স্থানীয়রা দ্রুত অটোবাইকটি টেনে তুললে অজ্ঞাত যুবকটি ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ হাসপাতালের বহির্বিভাগে রাখা হয়েছে। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় নিশ্চিত করার চেষ্টা অব্যাহত আছে।

এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:৪৩ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ