গৌরনদীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, উপজেলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

অদম্য নারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য হোসনেয়ারা বেবি, মনিরা বেগম ও মনিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাথী।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৮ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ