চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্ন মাইগ্রেন্টস (প্রত্যাশা-০২) প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় বিদেশযাত্রা ও অবস্থানকালে নির্যাতিত হলে করণীয়, দেশে ফিরে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের জন্য সরকারি-বেসরকারি প্রশিক্ষণ সুযোগ, আত্মকর্মসংস্থান সৃষ্টির উপায় এবং অভিজ্ঞ-দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। বক্তারা ফেরত অভিবাসীদের পুনর্বাসনে রেফারেল সার্ভিস কার্যকর করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদেশ ফেরত অভিবাসী, এনজিও প্রতিনিধি ও ব্র্যাক কর্মকর্তারা অংশ নেন।


এই/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:১১ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ