দুর্নীতিবাজদের আর ক্ষমতায় নেওয়া যাবে না: চরমোনাই পীর

হোম পেজ » খুলনা » দুর্নীতিবাজদের আর ক্ষমতায় নেওয়া যাবে না: চরমোনাই পীর
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


দুর্নীতিবাজদের আর ক্ষমতায় নেওয়া যাবে না: চরমোনাই পীর

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা দেশের টাকায় বিদেশে বেগম পাড়া বানায় এবং দেশকে বারবার দুর্নীতি ও চুরির তালিকায় শীর্ষে নিয়ে যায়, তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলার শপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন দেখেছে, কিন্তু ইসলামী শাসন দেখেনি। এবার জনগণ ইসলামী দলকে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি ও বিদেশে টাকা পাচারকারীদের চিরতরে উৎখাত করা হবে।
সমাবেশে তিনি বাগেরহাট-৩ আসনে তার দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানকে পরিচয় করিয়ে দেন।
এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন এবং মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:০৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ