গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
এসময় বক্তব্য রাখেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও সদস্য মোল্লা ফারুক হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-বৃন্দও উপস্থিত ছিলেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:০১ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ