গোপালগঞ্জের রঘুনাথপুরে ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রথম পাতা » সর্বশেষ » গোপালগঞ্জের রঘুনাথপুরে ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৯


মহানাম যজ্ঞানুষ্ঠান
গোপালগঞ্জ প্রতিনিধি :  
বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের রঘুনাথপুর পূর্ব দক্ষিণপাড়া ডাঃ জ্ঞানেন্দ্র বিশ্বাসের বাড়িতে ৩২ প্রহর (৪দিন) ব্যাপী ২৯তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
নাম গান পরিবেশন করছেন শ্রী শ্রী বিশ্ববন্ধু সম্প্রদায়Ñগোপালগঞ্জ, শ্রী শ্রী কৃষ্ণ ভক্ত সম্প্রদায়-খুলনা, শ্রী শ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায়-গোপালগঞ্জ, শ্রী শ্রী প্রভু নিতাই সম্প্রদায়-গোপালগঞ্জ, মা আনন্দময়ী সম্প্রদায়-জলিরপাড় ও  শ্রী শ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায়-যশোর।
মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস জানান, প্রতিদিন শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে নাম গান শোনার জন্য প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। ভক্তদের মাঝে প্রসাদ দেওয়া হচ্ছে। আগামী বুধবার অরুণোদয় পর্যন্ত এ অনুষ্ঠানের সমাপ্তি হবে। উল্লেখ্য ২৭ সেপ্টেম্বর শনিবার ব্রহ্মমুহুর্তে শুরু হয় এ মহানাম যজ্ঞানুষ্ঠান।


এইচবি/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৫৭:১৪ ● ৩৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ