বানারীপাড়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯


বানারীপাড়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তাকে ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের বিষয়ে জবাব চাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জানান, কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ ২২টি অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করার পাশাপাশি তাকে তিন দফা শোকজ নোটিশ দেয়া হয়েছে। তিনি ওই শোকজ নেটিশের কোন জবাব না দেয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩০:৪৭ ● ৪১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ