সারাদেশে ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

প্রথম পাতা » সর্বশেষ » সারাদেশে ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন
মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০১৯


রাঙ্গাবালীতে মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

সারাদেশে নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্সের (ভার্ক) উদ্যোগে উপজেলা সদরের বাহেরচর বন্দরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনে ভার্কের উপজেলা প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা মোহসীন তালুকদার বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী ও শিশু ধর্ষণ বেড়েছে। তাই এ ধরণের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি হয়রানির শিকার মানুষদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৫ ● ৪৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ