কলাপাড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে চাদাবাজির মামলা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে চাদাবাজির মামলা
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯


কলাপাড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে চাদাবাজির মামলা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ কালিম মোহাম্মদের নামে চাঁদাবাজির মামলা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের হাজী আব্দুস সালাম উদ্দিন কলাপাড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন। মামলায় অধ্যক্ষ কালিম মোহাম্মদ ছাড়াও অফিস সহকারী জসিম উদ্দিন মৃধাকে আসামি করা হয়েছে। আদালত মহিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, শিববাড়িয়া মৌজার এক নং খাস খতিয়ানে ৩১২৫/১৩ নং দাগের ০.০০৪৪ একর ভূমি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হাজী আবদুস সালাম তার পুত্র মাজাহার উদ্দীনের নামে ভূমি অফিস থেকে বন্দোবস্ত নেন। এরপর ওই বন্দোবস্ত পাওয়া চান্দিনা ভিটিতে ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান ঘর তৈরী করার পর অধ্যক্ষ কালিম মোহাম্মদ তার ভিটি দাবী করে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত টাকা না পেয়ে ১নং আসামীর নির্দেশে ২নং আসামী দোকান ঘরটিতে তালা লাগিয়ে দেয়। এসময় হাজী আবদুস সালামকে অশ্রাব্য ভাষায় গালমন্দ সহ তাঁকে খুন জখমের হুমকী প্রদান করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অধ্যক্ষ কালিম মোহাম্মদ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০২ ● ৭২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ