দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের স্মরণ সভা

প্রথম পাতা » গণমাধ্যম » দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের স্মরণ সভা
বুধবার ● ১৪ আগস্ট ২০১৯


দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের স্মরণ সভা

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

একুশে পদকপ্রাপ্ত বরেন্য সাংবাদিক গোলাম সারওয়ারে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান বরিশালের বানারীপাড়ায় স্মরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের ডাকবাংলা মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের এমপি মো. শাহে আলম।
সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম বলেন, গোলাম সারওয়ারের কেবল একজন সম্পাদকই ছিলেন না, তিনি ছিলেন বানারীপাড়ার অভিভাবক। তিনি সারাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। বানারীপাড়ার উন্নয়নে সব সময় ভূমিকা রাখতেন। তাকে বানারীপাড়া বাসী চিরকাল স্মরনে রাখবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত গোলাম সারওয়ারের ভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মল্লিক, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্টু লাল কুন্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ হোসেন মাখন, মো. মজিবর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অহিদুজ্জামান দুলাল প্রমূখ। আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৭ ● ৪৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ