এইচএসসি ফলাফল: কলাপাড়ায় মফস্বল কলেজগুলো এগিয়ে

প্রথম পাতা » সর্বশেষ » এইচএসসি ফলাফল: কলাপাড়ায় মফস্বল কলেজগুলো এগিয়ে
বুধবার ● ১৭ জুলাই ২০১৯


কলাপাড়ায় মফস্বল কলেজগুলো এগিয়ে

কুয়াকাটা (কলাপাড়া) সাগরকন্যা অফিস॥

২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কলাপাড়া শহরের কলেজের চেয়ে গ্রামের কলেজগুলো পাশের শতকরা হার ও জিপিএ ৫ পেয়ে এগিয়ে রয়েছে। উপজেলার ৪টি কেন্দ্রের ৫টি ভেন্যুতে মোট ৬টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে।
কলাপাড়া উপজেলায় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজে শতকরা ৯৭.৩২ শতাংশ শিক্ষার্থী পাশ করে এবং ১২টি জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। অপরদিকে মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পাশের শতকরা হার ৯৬.৫৫ এবং  জিপিএ ৫ পেয়েছে ১টি। পাশাপাশি কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের পাশের হার ৯০.৮৪ এবং জিপিএ ৫ পেয়েছে ৩টি। কলাপাড়া মহিলা কলেজের পাশের হার ৫৮.২৯ এবং জিপিএ ৫ নাই। কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের পাশের হার ৪৪.৪৭ এবং জিপিএ ৫ পেয়েছে ১টি। ধানখালী ডিগ্রি কলেজের পাশের হার ৪১ শতাংশ, জিপিএ ৫ নাই।  এদিকে ফলাফল প্রকাশের পর থেকে গ্রামের শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে।

এমজেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪৬ ● ৩২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ