বাবুগঞ্জে ছেলেধরা আতংকে ঘর থেকে বের হচ্ছে না শিশুরা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে ছেলেধরা আতংকে ঘর থেকে বের হচ্ছে না শিশুরা
সোমবার ● ৮ জুলাই ২০১৯


বাবুগঞ্জে ছেলেধরা আতংকে ঘর থেকে বের হচ্ছে না শিশুরা

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিগত কয়েকদিন ধরে বরিশালের বাবুগঞ্জে ছেলে ধরা আতংক বিরাজ করছে। বোরকা পরা অপরিচিত নারী-পুরুষ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় কয়েকদিন ধরেই এ আতঙ্ক শুরু হয়েছে। শিক্ষার্থীরা ভীত সন্ত্রন্ত হয়ে স্কুলে যাচ্ছে অভিভাবকের সাথেই। অপরিচিত লোক দেখলেই শিশু থেকে বৃদ্ধরা চমকে উঠছেন। ছেলে ধরা চক্র এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এবং শিশুদের অপহরণ করে নিয়ে হত্যা করে মাথা কেটে নিয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়েছে এলাকায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামাঞ্চলের শিশু ও অভিভাবকরা।
‘ছেলে ধরা’ আতঙ্কে গ্রামের শিশুরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। অপরিচিত লোক দেখলেই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অপরিচিত কেউ ভিক্ষা চাইতে গেলে গৃহস্থরা ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। কোথাও না কোথাও শিশু ধরে নিয়ে গলা কাটছে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে। কয়েকদিন ধরে গণমাধ্যম কর্মীদের কাছে ‘ছেলে ধরা’র খবর আসছে। তবে ঘটনা অনুসন্ধান করতে গেলে তার সুনির্দিষ্ট কোনো সত্যতা মিলছে না। উপজেলার পাংশা গ্রামের শিরিনা বেগম বলেন, ‘শুনেছি পদ্মা সেতু নির্মাণ করতে মানুষের মাথা লাগবে। তাই বিভিন্ন গ্রামে গিয়ে সুযোগ বুঝে শিশুদের ধরে নিয়ে যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বিষয়টি একদম গুজব। তিনি এলাকাবাসিকে উদ্দিশ্য করে বলেন, মিথ্যে গুজবে কেউ কান দিবেন না। একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্ঠি এবং শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার জন্য, দেশের চলমান উন্নয়ন বিঘিœত করার জন্য উদ্দেশ্যমূলক জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এয়ারপোর্ট থানার ওসি মো. মাহবুব-উল-আলম  বলেন, ‘আমরা এখন পর্যন্ত ছেলে ধরার কোনো সত্যতা পাইনি। এটা সম্পূর্ণ গুজব। তবে গুজবে কান না দেয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

 

এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৮ ● ৬৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ