চেক ডিজঅনার মামলা বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » চেক ডিজঅনার মামলা বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার
শনিবার ● ১৫ জুন ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় পৃথক দু’টি চেক ডিজঅনার মামলায় তিন মাস করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসেবে ফারুক হোসেন নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে থানা ও আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন’র বিরুদ্ধে পৃথক দু’টি চেক ডিজঅনার (সিআর ৭৮/১৮ ও সিআর ৫৫/১৮) মামলায় তিন মাস করে জেল ও ১লাখ এবং ৩ লাখ টাকা করে জড়িমানা আদায়ের রায় প্রদান করেন। আদালতের ওই রায়ের সময় ফারুক হোসেন অনুপস্থিত থাকার কারণে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। সে অনুযায়ী শনিবার সকালে এস.আই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ১নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে শিক্ষক ফারুক হোসেনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে  ওসি (তদন্ত) মো.জহিরুল ইসলাম জানান, শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি চেক ডিজঅনার মামলায় জড়িমানা আদায় সহ সাজার রায় থাকার পাশাপশি তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২১:১৪ ● ৫২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ