হলি আর্টিজান মামলার আসামি রিপন ৫দিনের রিমান্ডে

প্রথম পাতা » সর্বশেষ » হলি আর্টিজান মামলার আসামি রিপন ৫দিনের রিমান্ডে
রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯


ফাইল ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার চার্জশিটভুক্ত মোহাম্মাদ মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কনক বড়ুয়া তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সবুজবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আসামি রিপনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন তদন্তকার্রী কমকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার কফিল উদ্দিন। পরে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার রাতে গাজীপুরের বোর্ড বাজারের একটি বাস থেকে রিপনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হলি আর্টিজান মামলায় চার্জশিটভুক্ত ৮নং আসামি রিপন।

মামলাটির অন্যান্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ আসামির জড়িত থাকার বিষয়টি প্রকাশিত হলে তাকে চার্জশিটভুক্ত আসামি করা হয়। মামলায় তদন্তকার্রী কমকর্তা কফিল উদ্দিন আবেদনে বলেন, আমরা রিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। সে জানিয়েছে, ২০১৪ সালে ত্রিশালের মতো জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল তারা। ত্রিশালের মতো আরেকটি ঘটনা ঘটিয়ে জঙ্গিদের উজ্জীবিত করার চেষ্টা করেছিল তারা। মূলত হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। জেএমবির আমির আবদুর রহমানের মেয়ের জামাই আওয়ালের ভাগ্নে হওয়ায় সংগঠনে রিপনের গ্রহণযোগ্যতা রয়েছে। হলি আর্টিজান মামলাটি বর্তমানে স্যাগ্রহণের পর্যায়ে রয়েছে। মামলাটিতে ১২ জনের স্যাগ্রহণ সম্পন্ন হয়েছে।

মামলার আসামিদের মধ্যে হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি’ নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আবদুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ কারাগারে রয়েছেন। আসামি রিপন গ্রেফতার হলেও এখনও পলাতক অপর আসামি মো. শরিফুল ইসলাম।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৫ ● ৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ