নেছারাবাদে মুড়ি কারখানাসহ দু‘ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মুড়ি কারখানাসহ দু‘ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫


নেছারাবাদে মুড়ি কারখানাসহ দু‘ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও বিভিন্ন অনিয়মের দায়ে নেছারাবাদের মুড়ির কারখানাসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
বিএসটিআই বরিশালের পরিদর্শক মো. ইয়াছির আরাফাত ও নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে বিএসটিআই এর আইনে মুড়ির কারখানার ম্যানেজার মো. চাঁন মিয়াকে ১০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাহা ষ্টোরের পরিচালক অভিজিত সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৯:২৪ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ