নেছারাবাদে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪


নেছারাবাদে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে প্রতারণার অভিযোগে জাহিদ বকাউল (২৫)নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পুলিশের আইডি নং-বিপি ৯৯১৮২১৫৭৯৮। উপজেলার স্বরূপকাঠি বাজারের আনহা সুপারশপ বিকাশ ও ফ্লাক্সিলোডে ব্যবসায়ী মো. হুসাইন এবং মোঃ রিপনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় নিয়মিত মামলা রজু হয়েছে। পুলিশ তাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা শরীফের বার্ষিক মাহফিলে ডিউটি করাকালিন সময় স্বরূপকাঠি বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দু’টি বিকাশ নাম্বারে ২১ হাজার ৮০০টাকা নেয়। তখন দোকানী  টাকা চাইলে বলে ডিউটি শেষ করে টাকা দিতেছি। এক পর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে মো. হুসাইন বিষয়টি থানায় জানায়। একই দিন পুলিশ সদস্য জাহিদ বকাউল স্বরূপকাঠী বাস ষ্টান্ডের রিপন এর বিকাশ ও ফ্লাক্সিলোডের দোকান থেকে দুটি বিকাশ নাম্বার ৩৪ হাজার ৩০০শত টাকা এবং চা-সিগারেট খেয়ে ১২৩ টাকা বাকেয়া রাখে, পাশপাশি স্বরূপকাঠী থানা মোড়েরর শতাব্দী টেলিকম থেকে দুই বারে ২০হাজার টাকা নেয়। পরে ওই পুলিশ সদস্যের কাছে টাকা চাইলে বলে ডিউটি শেষ করে টাকা দিতেছি। দোকানীদের সন্দেহ হলে নেছারাবাদ থানায় অবহিত করে। পরে নেছারাবাদ থানা পুলিশ তদন্ত সাপেক্ষে তাকে আটক করে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ওই পুলিশ সদস্যকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৭:২৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ