কাউখালীতে রাষ্ট্রসংস্কারে ৩১দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে রাষ্ট্রসংস্কারে ৩১দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ
বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪


কাউখালীতে রাষ্ট্রসংস্কারে ৩১দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার ৩১ দফা বাস্তায়নে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী  ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে তালুকদার হাটে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, বিএনপি’র যুগ্ম  আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা প্রমূখ। সভাসঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিপাহী।
সভায় বক্তরা বলেন, ‘বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে ভারতের প্রভাব শূন্য দেশ নির্মাণ করতে হবে। আবার ভারতের প্রভাব শূন্য করতে হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব প্রতিহত করতে হবে। এর জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংষ্কার করতে সবাইকে বিএনপির হাত কে শক্তিশালী করতে হবে।’

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:১৫ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ