চরফ্যাশনে পাওয়া শিশুটি কা’র!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে পাওয়া শিশুটি কা’র!
বুধবার ● ২ অক্টোবর ২০২৪


চরফ্যাশনে পাওয়া শিশুটি কা’র!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সামনে মেইন রোডের উপরে এই শিশু কন্যাটি বুধবার সকালে পাওয়া যায়।
বাচ্চাটি বর্তমানে দক্ষিণ আইচা থানায় পুলিশের হেফাজতে আছে। বাচ্চাটির পরিচয় জানা থাকলে এই নম্বরে নক দিয়েন। বাচ্চাটি গাডিয়ান খুঁজে পেতে শুধু কান্না আর কান্না। কিছুই ্বলতে পারেনা। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহম্মেদ বলেন, শিশুটি কিছু বলতে পারেনা। ছবি দেয়া হল। তার পিতা-মাতা আত্মিয় স্বজনের খোঁজ পেতে নিন্ম থানার নাম্বার যোগাযোগ করতে অনুরোধ করা হল।  ০১৭৩৪৬২৯১৪৯ অথবা ০১৭৭২৩৪১৫৮৯।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:৫০ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ