মঠবাড়িয়ায় বিএনপিনেতা দুলাল’র বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় বিএনপিনেতা দুলাল’র বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি
শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৪


মঠবাড়িয়ায় বিএনপিনেতা দুলাল’র বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরাজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলাল এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩ সহস্রাধীক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সাবু, সাইদুর রহমান দুলাল, রিপন মাতুবর, ইসমাইল হোসেন হাওলাদার, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, কামরুল ইসলাম মনির প্রমুখ।

বক্তারা দলের ত্যাগী পরিক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রাম বহু হামলা-মামলার শিকার ও বার-বার কারাবরণকারী নেতা রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষনার হুশিয়ারী দেন।

উল্লেখ্য- বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভাকট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সকল পদ থেকে বহিষ্কার করেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫১:২১ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ