নাজিরপুরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা শীর্ষক কর্মশালা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা শীর্ষক কর্মশালা
সোমবার ● ২৪ জুন ২০২৪


নাজিরপুরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা শীর্ষক কর্মশালা

নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিং এর সভাপতিত্বে সমাজসেবা অফিস কার্যালয়ের মিলনায়তনে সোমবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন, মো. ইকবাল কবির উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুর, মো. ইব্রাহিম খলিল সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুর, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মো. কেরামত, এ সময় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে শীর্ষক প্রশিক্ষণে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কোর্স পরিচালনা করেন নাজিরপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহাবুব হোসেন।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৮ ● ১১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ