কাউখালীতে আবু সাইদ মিঞা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

প্রথম পাতা » পটুয়াখালী » কাউখালীতে আবু সাইদ মিঞা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
মঙ্গলবার ● ২১ মে ২০২৪


কাউখালীতে আবু সাইদ মিঞা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

বিপুল ভোটে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আবু সাইদ মিঞা মনু ঘোড়া  প্রতীকে ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ উপজেলার নির্বাচন শেষ হয়েছে। দ্বিতীয়ধাপের এ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২১মে) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও  উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে, আবু সাইদ মিঞার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৯৪ ভোট এবং বিশ^জিৎ পাল আনারস প্রতীক ৫ হাজার ৪২৯ ভোট পেয়েছেন । এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মৃদুল আহমেদ চশমা প্রতীকে১০ হাজার ১০৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিপুল বরন ঘোষ ৬৫৪৭ ভোট পেয়েছেন। এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফাতেমা ইয়সমিন হাঁস প্রতীকে ১৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি জেপি’র সিমা আক্তার বাই-সাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০২ ভোট।
কাউখালী উপজেলা নির্বাচনে মোট ৩৩টি ভোট কেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণ ভাবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই উপজেলায় মোট ভোটার ৬৩ হাজার ৪৬১ জন।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:০১ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ