নাজিরপুরে বিএনপি নেতার জামিনে মুক্তি

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বিএনপি নেতার জামিনে মুক্তি
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৪


নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় বিএনপি নেতার জামিনে মুক্তি

নাজিরপুর(পিরোজপুর) সাগরন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তিনি বরিশাল কারাগার থেকে মুক্ত হন। তার আইনজীবী ওয়াহিদুজ্জামান সোহেল ওই নেতার জামিনে মুক্তির তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি মামলায় ওই নেতা গত ৮ফেব্রুয়ারী হাইকোটে থেকে জামিন পান। পরে রাষ্ট্রপক্ষ তার জামিনের স্থাগিতাদেশ চেয়ে আপিল করলে সুপ্রীমকোট ওই জামিন বহাল রাখেন। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপির ওই নেতা দীর্ঘ একবছর ১২  দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় এক আওয়ামীলীগ কর্মী বাদী হয়ে  ৯জনকে নামীয় এবং আরো অসংখ্যদের অজ্ঞাত করে ওই মামলাটি দায়ের করেন । পরে গত ২০২৩ সালের ৯ফেব্রুয়ারী তিনিসহ ৫নেতাকর্মী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

উল্লেখ্য, এর আগে ওই নেতা  পিরোজপুর-১ আসনের  এমপি  ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সামজিক যোগযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন।  এতে দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে গত বছরের ২৮ আগষ্ট  ১১ জনের বিরুদ্ধে চার্জ প্রদান করেন তদন্ত কর্মকর্তা।

 

 


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৬ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ