গলাচিপায় বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪


গলাচিপায় বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. মতিউর রহমান (মাস্টার) মারা গেছেন। তার মৃত্যুতে সবমহলে শোক প্রকাশ করেছেন এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জানাযায় মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৪০মিনিটে নিজ বাসভাবনে বার্ধক্য জনিত কারণে শেষ নিশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার নিজ গ্রাম উলানিয়া বাজারস্থ বায়তুল আয়শা জামে মসজিদে আছর নামাজ বাদ রাষ্ট্রীয় সন্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর উপস্থিতিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফেরদাউস আলম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, গলাচিপা উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজ শেষে বীরমুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:৪৮ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ