আমতলীতে দাম না পেয়ে মাল্টা গাছ কেটে সাফ!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দাম না পেয়ে মাল্টা গাছ কেটে সাফ!
শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩


আমতলীতে দাম না পেয়ে মাল্টা গাছ কেটে সাফ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

দাম না পেয়ে কৃষক মীর বায়েজিদ দেড় শতাধিক মাল্টা গাছ কেটে সাবাড় করে দিয়েছেন।  ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে আমতলী উপজেলার হলদিয়া গ্রামে। এতে মাল্টা চাষে কৃষকদের মধ্যে নেতিবাচক প্রভাব পরবে বলে জানান স্থানীয়রা।
জানাগেছে, উপজেলার হলদিয়া গ্রামের মীর বায়েজিদ তিন বছর পুর্বে দেড় শতাধিক মাল্টা গাছের চারা রোপন করেন। গত তিন বছর ধরে তিনি গাছের পরিচর্যা করে আসছেন। দুই বছর ধরে ওই গাছে ফল ধরেছে। গাছে ফল ধরলেও নেহ্য মুল্যে বিক্রি করতে পারছেন না বায়েজিদ। এতে তার বেশ লোকসান হয়। দাম না পেয়ে শুক্রবার সকালে ওইগাছগুলো কেটে সাবাড় করে দেন তিনি।  এতে মাল্টা চাষে কৃষকদের মধ্যেদ নেতিবাচক প্রভাব পরবে বলে জানান স্থানীয়রা।
কৃষক বায়েজিদ বলেন,  লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু লোকসানই গুনতে হচ্ছে। বাজারে মালটার দাম নেই। তাই গাছগুলো কেটে ফেলেছি। তিনি আরো বলেন, ওই জমিতে এখন আলু ও মরিচ চাষ করবো।
আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ ঈশা বলেন, বিষয়টি আমার জানা নেই। খোজ খবর নিয়ে দেখবো আসলে কি হয়েছে?

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:১০ ● ১৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ