গৌরনদীতে শরবত বিক্রেতার মাথা ফাটালো প্রতিপক্ষরা!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে শরবত বিক্রেতার মাথা ফাটালো প্রতিপক্ষরা!
সোমবার ● ২৮ আগস্ট ২০২৩


গৌরনদীতে শরবত বিক্রেতার মাথা ফাটালো প্রতিপক্ষরা!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে এসএসসির এক পরীক্ষার্থীকে (কিশোর) বলৎকারচেষ্টার অভিযোগ এনে এক সন্তানের জনক আব্দুল মালেক সরদার (৪৫) নামে এক শরবত বিক্রেতাকে  বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। রোববার দিবাগত রাত সোয়া ৮টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে রহমান ফকিরের নির্মানাধীন ভবনের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মালেক সরদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে (মালেক) উপজেলার কমলাপুর গ্রামের মৃত হোচেন সরদারের ছেলে ও ঢাকা উত্তর সিটির ফুটপাতের শরবত বিক্রেতা।
এসএসসি পরীক্ষার্থী (কিশোর) অভিযোগ করে বলেন, আমার গ্রামের দাদা আ. মালেক সরদার (৪৫) ক্ষয় রোগের ঝাঁড়ফুক করার কথা বলে রোববার রাত ৮টার দিকে রহমান ফকিরের নির্মাণাধীণ ভবনের ভেতর নিয়ে যায়। বলৎকার করলে আমার ক্ষয়রোগ সেড়ে যাবে এমন কথা বলে মালেক সরদার জোরপূবক আমাকে বলৎকারের চেষ্টা করে। এ সময় আমার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে (মালেক) হাতেনাতে ধরে   মারধর  করলে  দৌড়ে পালানোর সময় ভবরের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে তার মাথা ফেটে যায়।
স্বাস্ত্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মালেক সরদার অভিযোগ অস্বীকার করে বলেন,  আমার সৎচাচার নাতনীর ২৫ আগস্ট বিয়ের অনুষ্ঠানে আমার গোষ্ঠীর অধিকাংশ লোক অংশগ্রহণ করেননি। এ কারণে লক্ষাধিক টকার খাবার রয়ে যাওয়ায় তা নষ্ট হয়ে যায়। আমার কারণে বিয়ের অনুষ্ঠানে অনেক লোক আসেনি বলে সৎ চাচাতো ভাইরা  অপপ্রচার চালায়। আমার গ্রামের নাতি এসএসসির পরীক্ষার্থী (১৬) ষড়যন্ত্র করে নির্মাণাধীন ভবনের ডিজাইন দেখানোর জন্য  রোববার রাত ৮টার দিকে আমাকে রহমান ফকিরের নির্মাণাধীন ভবনের কাছে নিয়ে যায়। সেখানে রাত সোয়া ৮টার দিকে ভাড়াটিয়া ১০/১৫ সন্ত্রাসী এসে বলৎকারচেষ্টার অপবাদ দিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে বেধড়ক পিটিয়ে আমার মাথা  ফাটিয়ে দেয়।  গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তি করে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ব্যাপারে উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে।  ্এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটানোর বিষয়টি ধামাচাপা দিতে বলৎকারচেষ্টার ঘটনা সাজানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৮ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ