পায়রায় রাজস্ব আয় ৯৩৫কোটি টাকা,পণ্য খালাশ ১৭৯৮জাহাজ

প্রথম পাতা » পটুয়াখালী » পায়রায় রাজস্ব আয় ৯৩৫কোটি টাকা,পণ্য খালাশ ১৭৯৮জাহাজ
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩


পায়রা বন্দরে রাজস্ব আয় ৯৩৫কোটি টাকা,পণ্য খালাশ ১৭৯৮জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পায়রা বন্দরে এখন পর্যন্ত ১৭৯৮টি পণ্যবাহী জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে ৩৩৯টি বিদেশী জাহাজ পণ্য খালাশ করেছে। এসব জাহাজ থেকে সরকার প্রায় ৯৩৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে। ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত অত্যন্ত সফলভাবে জাহাজের পণ্য খালাশ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যকার অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বন্দর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পায়রা বন্দরের সদস্য রাজিব ত্রিপুরা, সদস্য ক্যাপ্টেন জাহিদ হোসেন, ডেপুটি কাস্টম কর্মকর্তা আলী রেজা হায়দার, পরিচালক ট্রাফিক আতিকুল ইসলাম, পরিচালক প্রশাসন কাজী ফারুক, প্রধান প্রকৌশলী মো. নাসির উদ্দিন, বন্দরের সচিব মো. সোহরাব হোসেন, উপপরিচালক ট্রাফিক আজিজুর রহমান, উপপরিচালক প্রশাসন তায়েবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।
এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে পায়রা বন্দরের সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে বক্তব্য রাখেন, খুলনা কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার ম. সফিউজ্জামান ও বাংলাদেশ শিপিং এজেন্টস এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আরিফ। সভায় পায়রা বন্দরের অপারেশন, বন্দর এলাকায় জেটি, স্থাপনা নির্মাণ ও ব্যবহার বিষয়ক বিধি বিধান, এজেন্ট অপারেটর তালিকাভূক্তি, শ্রমিক সরবরাহ বিষয়ক বিধি-বিধান, বন্দরের সুযোগ-সুবিধা, বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি বিষয়ক বিষদ আলোচনা করা হয়। বন্দর চেয়ারম্যান উপস্থিত অংশীজনদের বন্দর ব্যবহারের বিভিন্ন সুবিধার দিক তুলে ধরে সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ নভেম্বর দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার শুভ উদ্বোধন করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:৩৯ ● ২১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ