পিরোজপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা
বুধবার ● ৯ আগস্ট ২০২৩


পিরোজপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য পিরোজপুরে ৫ হাজার ৮৯৫ টি গৃহ হস্তান্তরের মাধ্যেমে পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগষ্ট) ৪র্থ পর্যায়ের (২ ধাপে) অবশিষ্ট ৫১৪ টি গৃহ প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন করা হয়েছে।  বাড়িসহ জমি পেয়ে অনেক খুশি হয়েছে জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মানুষ। নিজেদের নামে ঘর পেয়ে অনেক খুশি হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন । এই ঘর উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে তারা।
বুধবার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যেমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্থান্তর করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান,  সহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫১ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ