আমতলীতে ৭৫পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর ও জমি

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ৭৫পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর ও জমি
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩


আমতলীতে ৭৫পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর ও জমি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উলক্ষে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা মেটাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি হতদরিদ্র মানুষের বাসস্থান নির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষনা ছিল গ্রাম হবে শহর। ওই ঘোষনা অনুসারে তিনি গ্রামকে শহরে রুপান্তিত করতে আমতলী উপজেলার ৬’শ ৬৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে গৃহ প্রদান করেছেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে সারা দেশে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ওইদিনই উপজেলার ৭৫ পরিবারের মাঝে গৃহের চাবি হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,  ডাঃ জায়েদ আলম ইরাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক রেজাউল করিম বাদল, হোসাইন আলী কাজী ও সৈয়দ নুহু-উল আলম নবীন প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৭ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ