গলাচিপায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা
বৃহস্পতিবার ● ১৫ জুন ২০২৩


গলাচিপায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. নূরউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:৫৭ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ