গলাচিপায় জমিজমার বিরোধে আহত ৭

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় জমিজমার বিরোধে আহত ৭
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে দু’দফা সংঘর্ষে দু’পক্ষের ৭জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার চারআনি বাউরিয়া গ্রামে। গুরুতর আহত ৫জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চারআনি বাউরিয়া গ্রামের শাকিরুল ইসলাম মুছার সাথে একই এলাকার কবির গাজী দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধীর জমিতে শাকিরুল মোল্লা ঘর উত্তোলন করতে গেলে কবির গাজি বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। সংঘর্ষে শিমুল মোল্লা (৪৭), শাকুরুল ইসলাম মুছা(২৬), নুরনাহার বেগম(৬০), মোর্শেদা বেগম(৪৭), রেবেকা সুলতানা পুতুল(৩৮), রুশিয়া বেগম(২৫), মঞ্জু রহমান গাজী(৩৫)। শাকুরুল ইসলাম মুছা অভিযোগ করেন সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সুহুরি বাজারে এলে কবির গাজীসহ ৭/৮ জন সন্ত্রাসীরা আবারও দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৩৮ ● ৫০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ