পিরোজপুরে ২১৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ২১৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
শুক্রবার ● ১২ মে ২০২৩


পিরোজপুরে ২১৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

“ঘূর্নিঝড় মোকা” মোকাবেলায় পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যাবস্হাপনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী বিভাগ, গনমাধ্যম কর্মী, রেডক্রিসেন্ট, কৃষি, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
সভায় জেলার ৭টি উপজেলায় ৫৩টি ইউনিয়নে ২১৩টি সাইক্লোন শেল্টারকে সম্পূর্ন প্রস্তুত রাখা, রেডক্রিসেন্টের ১৭শ’ সিপিসিকে প্রস্তত রাখা, জিআর চাল, নগদ টাকা, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, বিদ্যুৎ, নলকূপ সচল রাখাসহ ফায়ার সার্ভিসকে প্রস্তত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। । এছাড়াও জেলার ৫৩টি ইউনিয়ন, ৭টি উপজেলাসহ জেলায় ৬১টি মেডিকেল টিম প্রস্তত রাখা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:৪৭ ● ৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ