মির্জাগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সোমবার ● ১০ এপ্রিল ২০২৩


মির্জাগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর মির্জাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১০ এপ্রিল) বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী। এ সময়ে মির্জাগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ফসল বৃদ্ধির লক্ষে ৬হাজার ৫শত  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতি কৃষক পাবে ৫ কেজি বীজ ধান,১০ কেজি ডিএসপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান (অঃ দাঃ) এর সভাপতিত্বে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল ব্যাপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক খাঁন ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দার প্রমূখ।

এমআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৮:৫৪ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ