মির্জাগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
সোমবার ● ২৭ মার্চ ২০২৩


মির্জাগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মির্জাগঞ্জ( পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর মির্জাগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক  হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার  সকালে  উপজেলার  আন্দুয়া আমিনিয়া দাখিল মাদরাসা মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিশেষ শ্রেণির মাঝে ইফতার বিতরণ করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন অত্র এলাকার গুণিজন ও সাধারণ মানুষ।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা বুড ১ কেজি,চিনি ১ কেজি,খেজুর ১ কেজি,মুড়ি ১ কেজি,চিড়া ১কেজি ও গুড়া দুধ।
এসময় উপস্থিত ছিলেন - আস-সুন্নাহ ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও মির্জাগঞ্জের সন্তান মুহাম্মাদ আবদুল কাহহার,মাওলানা মোঃ নেছার উদ্দিন,ঘটকের আন্দুয়া ফাজিল মাদরাসার সহকারী সুপার  মাওঃ আবদুল রাজ্জাক প্রমূখ।
উল্লেখ্য যে, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ফাউন্ডেশন, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন , আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনের তুলনায় আসসুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা অপ্রতুল। সে কারণে তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গকে অভাবী মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান আহবান জানান।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৮:০০ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ