পটুয়াখালীতে জাতীয় পাট দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জাতীয় পাট দিবস পালিত
সোমবার ● ৬ মার্চ ২০২৩


পটুয়াখালীতে জাতীয় পাট দিবস পালিত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে জাতীয় পাট দিবস ২০২৩ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপত্বিতে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃশরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর,সাজেদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ গিয়াস উদ্দীন সভাপতি চেম্বার অব কমার্স, মোঃ আলোমগীর হোসেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পটুয়াখালী।

র‌্যালী ও আলোচনা সভায়  স্কুল,কলেজও মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫০:১৭ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ