দুমকিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বুধবার ● ১ মার্চ ২০২৩


---

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে আ‘লীগ নেতার মালিকানাধীন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।
গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন বিএস ১নং খতিয়ানের ৩০০১নং প্লটে শ্রীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলীগের সভাপতি মোশাররফ হোসেন হাওলাদারের মালিকানাধীন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের বেশ কয়েকটি দোকান ঘরের অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ টিম। পটুয়াখালীর নির্বাহি মেজিষ্ট্রেট ছেন মং রাখাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ টিম মুরাদিয়া বোর্ড অফিস বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাড়ের অবৈধ দোকান পাঠ ভেঙ্গে দিয়ে ০. ১২৩৩ একর সরকারি জমি দখলমুক্ত করেন। এর আগে সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০‘ (অধ্যাদেশ নং ২৪/৭০) এর বিধান মতে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজকে তাদের অবৈধ স্থাপনা-দোকানঘর সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মামুনুর রশিদ স্বাক্ষরিত নোটিশের সময় সীমা অতিক্রান্ত হলেও অবৈধ দখলদার তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় ভ্রাম্যাণ আদালত অভিযানে নামেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ছেন মং রাখাইন জানান, পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। সরকারি ভূমির অবৈধ দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। এটা চলমান থাকবে।

এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৩:০৩ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ