প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও ক্ষমতায়নে রোল মডেল-জ্যাকব

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও ক্ষমতায়নে রোল মডেল-জ্যাকব
বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩


প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও ক্ষমতায়নে রোল মডেল-জ্যাকব

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা ও ক্ষমতায়নে রোল মডেল। তিনি নারীদের শিক্ষা-চাকুরিসহ প্রত্যেক সেক্টরে গুরুত্ব দিয়েছেন।
বৃহম্পতিবার বেলা ১১টায় চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রী কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, পড়া-লেখার পাশা-পাশি খেলা-ধুলা করলেই শিক্ষার্থীর মনমানসিকতা ভাল হয়। অপকর্ম থেকে দূরে রাখা যায়। তাই নারীদের জন্যে বিনোদনের ব্যবস্থা রেখেছে আওয়ামীলীগ সরকার। দেশকে ডিজিটালাইজড করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ্ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী প্রমুখ। অনুষ্ঠান শেষে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শককে মাতিয়ে তোলা হয়।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৫:০১ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ