ছাতকে ব্রিজ একাডেমিতে কলেজ বিভাগ চালু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে ব্রিজ একাডেমিতে কলেজ বিভাগ চালু
বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৩


ছাতকে ব্রিজ একাডেমিতে কলেজ বিভাগ চালু

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের একাডেমিক ক্লাশ শুরু হয়েছে।  বুধবার ক্লাশের উদ্ভোধন করেন একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ। এর আগে একটি বিশেষ সমাবেশের মাধ্যমে (কলেজ বিভাগ) একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী ফুল ও চকলেট দিয়ে নবীনদের বরণ করেন।
এ বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, কলেজ বিভাগ চালু হওয়ার মধ্য দিয়ে একাডেমির প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলীর স্বপ্ন পূরণ হয়েছে। ব্রিজ একাডমিতে লেখা পড়া করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্বদ্যিালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশ ও বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পায় সেই লক্ষ্য পুরণে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অব্যাহত সহযোগীতা কামনা করেন তিনি।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:২৭ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ