নাজিরপুরে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু!
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩


নাজিরপুরে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু!

নাজিরপুর(পিরোজপুর) সাগরকনা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় রিজিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের মৃত সোবাহান মোল্লার স্ত্রী। চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় ওই বৃদ্ধার  মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে পিরোজপুরের এ্যাপেক্স নৈশ বিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিম মোল্লা জানান, তার মা ওই দিন সকালে পিরোজপুরে ডাক্তর দেখাতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে পিরোজপুর থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। উপজেলার পিরোজপুর-নাজিরপুর-পাটগাতি সড়কের কবিরাজবাড়ি এলাকার বেতবাড়ি ব্রীজের কাছে রাস্তার পশ্চিম পাশে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এ  সময় পাটগাতি থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী একটি বাস ( বরিশাল-জ-১১-০০০৭) তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করেন। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুনিরা জামান জানান, তার অবস্থা মরনাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য  খুলনা প্রেরন করা হয়েছিল। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করেছেন। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে কোন মামলা দায়ের হয় নি। তাদের প্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৫:১২ ● ১৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ