বাউফলে ১৫ মন ইলিশসহ ৮জেলে আটক

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে ১৫ মন ইলিশসহ ৮জেলে আটক
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩


বাউফলে ১৫ মন ইলিশসহ ৮জেলে আটক

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে পরিবহনের সময় একটি ট্রলার থেকে ১৫ মন ঝাটকা ইলিশসহ ৮ জেলেকে আটক করেছে মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের যৌথ টিম। রবিবার সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর লাল চর পয়েন্ট থেকে ওই মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. জাফর (৩০), জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮),  রাজু গাজী (২০), মো. মহাসিন (১৮), মো. পারভেজ (১৮), মো. শামীম (১৮) ও মো. বাসেদ (৫৫)। আটককৃত সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
উপজেলার কালাইয়া ইউপির নৌ ফাড়ি ইনচার্জ লুৎফর রহমান জানান, শনিবার রাতে অবৈধ জাল ও ঝাটকা বিরোধী অভিযানে নামে নৌ-পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ টিম। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও অস্চ্ছল পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:১০ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ