কুয়াকাটায় বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০২২


 

কুয়াকাটায় বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

 

শ্রদ্ধা এবং ভালোবাসায় কুয়াকাটয় উদযাপন করা হয়েছে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জণ মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, কুয়াকাটা পৌরসভা, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, মহিপুর থানা পুলিশ,  কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালন করেছে। সকাল ৮ টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কুয়াকাটা প্রেসক্লাব সদস্যরা।

 সকাল  ৯টায় পৌর আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে একটি   র‌্যালী বের করা হয়।   র‌্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভার উদ্যোগে পৃথক র‌্যালী বের করেন।   র‌্যালী শেষে পৌর সভার সামনে এক আলোচনা সভার আয়োজন করে।  পৃথকভাবে  আয়োজিত এসব র‌্যালীতে

   টুরিস্ট পুলিশ,নৌ পুলিশ,মহিপুর থানা পুলিশ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, কুয়াকাটা  পৌরসভার সকল প্রাইমারি স্কুল , ইসলামপুর দাখিল মাদ্রাসা এতে অংশ গ্রহন করেন। অপরদিকে কুয়াকাটা পৌর ছাত্রলীগ, যুবলীগ, মহিপুর থানা যুবলীগ সহ একাধিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান দিবসটি পালন করেছে।

পৃথকভাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, সাধারন সম্পাদক মনির আহমেদ ভূইয়া, সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, ছাত্র লীগ সভাপতি ও কাউন্সিলর মজিবর রহমান, কাউন্সিলর মোঃ শহিদ দেওয়ান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমু জসিম উদ্দিন, মাওলানা আঃ খালেক, এম এ বারী আজাদ প্রমুখ। অন্যদিকে বিকেল ৪ টায় কুয়াকাটা প্রেসক্লাব এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বিপ্লব। আলোচনা সভা শেষে  দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

 

 


এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪১ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ