কুয়াকাটায় উদ্ধারকৃত দাঁড়াস সাপ বনে অবমুক্ত

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় উদ্ধারকৃত দাঁড়াস সাপ বনে অবমুক্ত
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২


 

কুয়াকাটায় উদ্ধারকৃত দাঁড়াস সাপ বনে অবমুক্ত

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

 

পটুয়াখালীর কুয়াকাটায় দাঁড়াস সাপ উদ্ধার করে সাতদিন চিকিৎসা শেষে বনবিভাগের স্থানীয় সংরক্ষিত বনে অবমুক্ত করেছেন। এ্যানিমেল লাভারস অব পটুয়াখালী নামের সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে বনবিভাগের রিজাভ ফরেস্ট এলাকায় সাপটিকে  অবমুক্ত করা হয়। এর ৭দিন আগে ৬ ফুট দৈর্ঘ্যর দাঁড়াস সাপটিকে কলাপাড়ার তাপবিদ্যুৎ এলাকার এক কৃষকের ক্ষেত থেকে জালে বাঁধা অবস্থায় উদ্ধার করে এ্যানিমেল লাভারস সদস্যরা। পরে নোঙ্গর খানায় রাখা হয়। বনবিভাগের অনুমতিক্রমে সাপটি অবমুক্তকালে উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান,কে এম বাচ্চু, আবুল হোসেন রাজু,

আসাদুজ্জামান মিরাজ, শাওন মোল্লা, বাইজিদ প্রমুখ। এ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, Indian Rat Snake নামের সাপটি সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। তবে সমাজে প্রচলিত অনেক কুসংস্কার আছে এই সাপটি নিয়ে। আমরা বন্য প্রাণীকে বাচিয়ে রাখতে চাই। সাধারণ মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে আমাদের এই কার্যক্রম।

 

 

 

এএইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:২৫:২০ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ