তজুমদ্দিনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২


 

তজুমদ্দিনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

ভোলার তজুমদ্দিনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ১৭ থেকে ২২ ডিসেম্বর  মাঠ পর্যায়ে সপ্তাহ ব্যাপী পরিবার কল্যাণ  সেবা ও প্রচার সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে এ্যাডভোকেসি সভার আয়োজন করেছে তজুমদ্দিন উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

বুধবার সকালে অধিদপ্তরের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্রের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, আবাসিক মেডিকেল অফিসার কামরুজ্জামান উজ্জ্বল, শম্ভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদি, পরিবার পরিকল্পনা পরিদর্শক  মিরাজ উদ্দিন চৌধুরী, নিজামুদ্দিন, আনোয়ারা বেগম প্রমূখ।

 

বক্তারা জানান সপ্তম ব্যাপী মাঠ পর্যায়ে মা শিশু-স্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন, স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা ও পরামর্শ পেতে সেবা কেন্দ্র ও সেবা দানকারীদের সাথে বন্ধন তৈরি করতে হবে। এছাড়া অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী সেবা, প্রসব পরবর্তী সেবা,গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, কৈশোর কালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা সহ বিভিন্ন সেবাগুলি পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়মিত দিয়ে আসছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে সেবা ও প্রচার সপ্তাহ ঘোষণা করা হয়েছে।

 

 

 

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:১১ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ