দুমকিতে স্ত্রীর মামলায় দন্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক কারাগারে!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে স্ত্রীর মামলায় দন্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক কারাগারে!
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০২২


দুমকিতে স্ত্রীর মামলায় দন্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক কারাগারে!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে স্ত্রীর মামলায় দন্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক আল-আমীনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর ১ম জজ মো. আসিকুর রহমানের আদালতে ৭৯/২০২১ নং মামলায় হাজিরা দিতে গেলে মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মো: আল-আমীনকে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। কলেজ শিক্ষক মো: আল-আমীন পটুয়াখালীর সিনিয়র সহকারি জজ ও পারিবারিক আদালতে ১ম স্ত্রী মোসা: নুরুন্নাহারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় দায়েরকৃত ৪০/২০১৯ নং মামলা ৩মাসের সাজাপ্রাপ্ত আসামী। পটুয়াখালী সিনিয়র সহকারি জজ মো. হাসিব এলাহির আদালতে গত ১০নভেম্বর আল-আমীনকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং রায়ের সময় আসামী অনুপস্থিত থাকায় সাজার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দন্ড প্রাপ্ত আসামী কলেজ শিক্ষক আল-আমীন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মাদ আলী।


এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৫ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ