গোপালগঞ্জে কাশবন সাহিত্যের সাপ্তাহিক আড্ডা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে কাশবন সাহিত্যের সাপ্তাহিক আড্ডা
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২


গোপালগঞ্জে কাশবন সাহিত্যের সাপ্তহিক আড্ডা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে কাশবন সাহিত্য পত্রিকার সাপ্তহিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোপালগঞ্জের লেক পার্কের রক্তকরবী মঞ্চে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও প্রক্টর ড.রাজিউর রহমান। এরআগে কাশবন সাহিত্য পত্রিকার সাপ্তহিক আড্ডার ইস্তেহার কবিতা আকারে উপস্থাপন করেন কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক। কবির সকণ্ঠে পাঠ করা স্বরচিত ‘ডাক’ কবিতাটি উপস্থিত সকলকে বিমোহিত করে।
অনুষ্ঠানে কবি সফিকুর রহমান চৌধুরী টুটুলের কবিতা পাঠের মধ্যদিয়ে আড্ডা শুরু হয়।এসময় আড্ডায় অংশগ্রহনকারি কবিরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন। কবিরা হলেন, কবি শরীফ এমদাদুল হোসেন, কবি মশিউর রহমান সেন্টু, কবি চাণক্য বাড়ৈ, কবি দুলাল শরীফ, কবি দীপল কান্তি বিশ্বাস, কবি কহিনুর ইসলাম, কবি স্বপ্না মন্ডল, কবি গোপাল কৃষ্ণ মন্ডল, কবি হাবিবুর রহমান মোল্লা, কবি খোকন চন্দ্র সরকার বলাই, কবি নুরন্নবী শেখ, কবি হৃদয় হোসেন, বশেমুরবিপ্রবি’র কবি সংঘের প্রতিনিধিত্ব করেন কবি মহসিন আলী, বশেমুরবিপ্রবি’র প্রথম আলো বন্ধু সভার সভাপতি সেলিম রেজা, পাঠ চক্রের সম্পাদক মাহবুদ শেখ, বাংলাদেশ কলাম লেখক ফোরামের সভাপতি মোঃ সজীব প্রধান প্রমূখ।
ড. রাজিউর রহমান বলেন, কাশবন সাহিত্য পত্রিকার সাপ্তহিক যে সাহিত্য আড্ডার আয়োজন করেছে তা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কাজ থেকে বিরত রাখবে। যে সাহিত্য ভালবাসে, সে কখনও অন্যায় করতে পারে না।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৯:২৭ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ