নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
বুধবার ● ৩ আগস্ট ২০২২


নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে বাল্য বিয়ে বন্ধে কিশোরীদের স্বাভলম্বী ও সঞ্চয়ি করতে সচেতনতামূলক প্রশিক্ষন দেয়া হয়েছে। বুধবার (৩ আগষ্ট) দিন ব্যাপী উপজেলার শ্রীরামকাঠী  মাধ্যমিক বিদ্যালয়ের একশত ছাত্রীকে ওই প্রশিক্ষন দেয়া হয়।
বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদিদ,  শ্রীরামকাঠী  ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী প্রমুখ। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরন প্রদান করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া জানান, বাল্য বিয়ে বন্ধ  ও কিশোরীদের সঞ্চয়ি করতে সরকার প্রতি ছাত্রীকে তাদের জমা দেয়া টাকার দুই শতগুন ভর্তুকি প্রদান করবেন। এ জন্য প্রতি ছাত্রীকে মাসে কমপক্ষে ২শত টাকা করে সঞ্চয় রাখতে পাইলট প্রকল্প হিসাবে ওই বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি কিশোরী ক্লাব করা হয়েছে। ক্লাবের সদস্যরা কেহই ১৮ বছর বয়সের আগে বিয়ে করতে পারবে না।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৩ ● ২২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ