গৌরনদীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩৫

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩৫
বুধবার ● ৬ জুলাই ২০২২


গৌরনদীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩৫

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রী বাস ও আলমোবারেকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের চালকসহ ৩৫যাত্রী আাহত হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামের বটতলা নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১৮যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় সাড়ে তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলের উভয় দিাকে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে কয়েক হাজার যাত্রী  দুর্ভোগের শিকার হয়েছে। বিকাল তিনটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে  ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও  বরিশালগামী আলমোবারেকা পরিবহনের একটি বাসের মধ্যে  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে উভয় বাসের চালকসহ ৩৫ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের একটি বাস ঘটনাস্থল ওভারটেক করতে গিয়ে আলমোবারেকা বাসের সাথে ঘেষা লেগে চাক্কা মাটিতে দেবে বাসটি আটকে যায়।  দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  ফলে ঘটনাস্থলের উভয় দিকে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে কয়েক হাাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে।  বেলা ৩টার দিকে দুর্গটনাকবলিত বাস দুইটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে ফেললে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, ধীরগতিতে যান চলাচলের কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘিœত হয়েছে।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৪:৫৯ ● ১৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ